সিলেটপোস্টরিপোর্ট :এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবির কাজ শেষ। এটি এখন সেন্সরে রয়েছে ছাড়পত্রের অপেক্ষায়। ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে ২৯মে। এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও অহনা। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে দুই মাধ্যমের দুই নায়িকা একসঙ্গে হাজির হচ্ছেন শাকিব খানের বিপরীতে। ২০১০ সালে শুটিং শুরু হয়েছিল এই ছবিটির কিন্তু নানা কারণে প্রায় ৫ বছর লেগে গেল ছবির কাজ শেষ হতে। এ প্রসঙ্গে এফআই মানিক বলেন, ‘তারকাদের শিডিউল ও কিছু ইন্টারন্যাল ঝামেলার কারণে ছবিটির কাজ পিছিয়ে গিয়েছিল। এখন ছবিটির কাজ শেষ করতে পেরে ভাল লাগছে। আশা করছি ২৯ মে ছবিটি মুক্তি দিতে পারবো।’ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলিরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহম্মেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা ছাড়াও আরও অনেকে এ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র। চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।