‘নাম ভাঙিয়ে তদবির করলে পুলিশে দিন’

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ৫:৩০ অপরাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার নাম ভাঙিয়ে ঘনিষ্ঠ বন্ধু বা অন্য কোনো পরিচয়ে কারও কাছে কোন অন্যায্য ও অন্যায় তদবির বা দাবি নিয়ে গেলে তাকে সরাসরি পুলিশে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিতার সকালে নগরীর কাপ্তান বাজার মোড়ে ৩৮নং ওয়ার্ড এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে মেয়র এ আহবান জানান।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু আহম্মেদ মান্নাফী, সারোয়ার হোসেন আলো, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রাশিদা হোসেন মনিসহ সিটি করপোরেশনের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।