সিলেটপোষ্টরিপোর্ট:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক শিশু ও কিশোর। এরা হলো- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জাকির হোসেনের ছেলে বর নজরুল ইসলাম (১৬) ও একই গ্রামের মৃত অমর ফারুকের মেয়ে কনে সারবিনা বেগম (১০)। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে লালঘাট গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাল্যবিয়ের খবর পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাল্যবিয়ে হচ্ছে বলে জানান। এ খবর শুনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সম্রাট খীসাকে নির্দেশ দেন। পরে সম্রাট খীসা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়ে ভেঙে দেন। এ সময় বরের বয়স ২১ ও কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না মর্মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দেয় বর ও কনের পরিবার। অরপদিকে, বুধবার একই ইউনিয়নের জামালপুর গ্রামের দিলোয়ার (১৬) ও মিনহা আক্তার (১৪) নামে অপর এক বর-কনের কাছ থেকে একই ভাবে মুচলেকা নেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।