সিলেটপোষ্টরিপোর্ট:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক শিশু ও কিশোর। এরা হলো- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জাকির হোসেনের ছেলে বর নজরুল ইসলাম (১৬) ও একই গ্রামের মৃত অমর ফারুকের মেয়ে কনে সারবিনা বেগম (১০)। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে লালঘাট গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাল্যবিয়ের খবর পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাল্যবিয়ে হচ্ছে বলে জানান। এ খবর শুনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সম্রাট খীসাকে নির্দেশ দেন। পরে সম্রাট খীসা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়ে ভেঙে দেন। এ সময় বরের বয়স ২১ ও কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না মর্মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দেয় বর ও কনের পরিবার। অরপদিকে, বুধবার একই ইউনিয়নের জামালপুর গ্রামের দিলোয়ার (১৬) ও মিনহা আক্তার (১৪) নামে অপর এক বর-কনের কাছ থেকে একই ভাবে মুচলেকা নেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২২, ২০১৫ | ৪:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »