সিলেট পোষ্ট রিপোর্ট : কদিন আগেই ‘সালমান খানের হিট অ্যান্ড রান’ কেস চলার সময়, বারবার প্রশ্ন উঠছিল সালমান কি সেদিন মদ্যপ হয়ে গাড়ি চালাচ্ছিলেন? তা নিয়ে কোর্টে বিস্তর জলঘোলাও হয়েছে। আসলে মদ্যপ হিসেবে সালমান খানের বেশ সুখ্যাতি আছে বলিপাড়ার অন্দরে। শুধু সালমানই নন, বলিপাড়ার অনেকেই আছেন এরকম, রিয়েল লাইফে যাঁদের মদ্যপানের ছবি চমকে দেয়।শুধু সালমান নন পুরো বলিপাড়াই মদে টাল-মাতাল!
জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালানও পার্টিতে মদ্যপান করতে পছন্দ করেন। তাঁর ছবিই সে প্রমাণ দিচ্ছে। নায়িকাদের মধ্যে অ্যালকোহলিক বলে খুবই পরিচিত আমিশা প্যাটেলও। কারিনা কাপুর খানও মাত্রা রেখে পান করেন।
শুধু সালমান নন পুরো বলিপাড়াই মদে টাল-মাতাল! নায়কদের মধ্যেও প্রায় সকলেই আছেন এ তালিকায়। হৃতিক রোশন যেমন অ্যালকোহলিক তেমনই বলিউডের সঞ্জুবাবা। শুধু সালমান নন পুরো বলিপাড়াই মদে টাল-মাতাল!
সালমান খান তো আছেনই। তবে বাদ যান না ইয়ংস্টাররাও। সোনম কাপুর, আলিয়া ভাটরাও স্বচ্ছন্দে পার্টিতে হাতে পানীয়ের গ্লাস তুলে নেন। সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ানরাও আছেন সে তালিকায়।
শুধু সালমান নন পুরো বলিপাড়াই মদে টাল-মাতাল!