সিলেটপোস্টরিপোর্ট:আজমিরীগঞ্জের জলসুখায় ৫ লিটার মদ এবং চোরাইকৃত রডসহ মেম্বার ও তার সহযোগীকে আটক করে উত্তম-মধ্যম দিয়েছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, শনিবার রাত ১১ টায় আজমিরীগঞ্জের পাহাড়পুরের রাস্তার কাজের ৫/৭ মন রড চুরি করে নিয়ে নৌকা বহর করে পালিয়ে যাচ্ছিল জলসুখা ইউনিয়নের বর্তমান মেম্বার লূৎফর রহমান (৪৫) ও তার সহযোগী জলসুখা গ্রামের মেহের আলী (৭৫)। বিষয়টি জনতা আচ করতে পেরে তাদেরকে আটক করে । তাদের কাছে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জনতা। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল তাদেরকে আটক করে রাত সাড়ে ১২ টায় থানায় নিয়ে আসে।
আজমিরীগঞ্জে চোরাই রডসহ ইউপি মেম্বার আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৪, ২০১৫ | ৪:৩৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »