সিলেট পোষ্ট রিপোর্ট : যশোরে মোটরসাইকেল ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে দুই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হুদারাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার আড়পাড়ার আল-আমীন (২৭) ও শেখহাটি গ্রামের ইসমাইল হোসেন (৩৮)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে সিলেট পোষ্টকে বলেন, রাত ১১টার দিকে যশোর-মাগুরা সড়ক দিয়ে বরুণ তরফদার নামে এক ব্যক্তি মোটরসাইকেলে করে বাঘারপাড়া যাচ্ছিলেন। এসময় আরেকটি মোটরসাইকেল নিয়ে আল-আমিন ও ইসমাইল তার পিছু নেন।
সড়কের হুদারাজাপুর এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ছিনতাইকারীদের মোটরসাইকেলটি পড়ে যায়। এসময় বরুণ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই দু’জনকে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি শিকদার আক্কাস আলী বলেন, মৃত দুই যুবক এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের কাছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি চাকু পাওয়া গেছে।