সিলেটপোস্টরিপোর্ট :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়েনের বাউরাবিল গ্রামে অভিযান চালিয়ে ৭০১ বোতল মাদকসহ এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম- মো. কাউছার আহম্মদ (২০)। সে কোম্পানীগঞ্জ উপজেলার পাঁদারগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সোবাহানের ছেলে।পরে তার কাছ থেকে ৯০ বোতল এসি ব্লাক হুইস্কি, ৪২৫ অফিসার্স চয়েস, ৯৩ বোতল ব্লু রিবেন্ট ট্যাংগো, ৯৩ বোতল ম্যাকডুয়েলস্সহ মোট ৭০১ বোতল মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।