সিলেট পোষ্ট রিপোর্ট : প্রেমিকের তালিকা বড় হচ্ছে। কয়েকদিন পর পর সেখানে যোগ হচ্ছে নতুন নতুন প্রেমিকের নাম। নতুন নতুন প্রেমে পড়ছেন তিনি। এ অবস্থা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। এখন সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে তার মান-অভিমান চলছে বলে জানা যায়। তার কয়েকদিনের মাথায় সম্পর্কে ভাঙন ধরার পর আলাদা হয়ে যান এই প্রেমিক যুগল। তবে শ্রদ্ধাকে আবারও সাবেক প্রেমিকের কাছে ফিরতে শোনা যায়। অবশ্য সে খবর বেশি দিন স্থায়ী হয়নি। তারই প্রমাণ মিলেছে যখন বলিউডের আরেক অভিনেতা বরুন দেওয়ানের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। গুজবে কান দেয়া উচিত নয়। অবশ্য সেটার আর প্রয়োজন হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দুজনের ছবি পোস্ট করা, বেড়াতে গিয়ে ঘনিষ্ঠ হওয়া এসব আর কিছু বুঝতে বাকি রাখেনি যে, শ্রদ্ধা ও বরুনের মধ্যে কি সম্পর্ক। এ নিয়ে বলিউডপাড়ায় বেশ আলোচনারও জন্ম দেয়। লোকের কথায় কি আসে যায়! এমন ভাবনা নিয়েই শ্রদ্ধা যেন বেপোরোয়া হয়ে উঠেছেন। কাউকে তোয়াক্কা না করেই বরুনের সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন। তবে এবার শ্রদ্ধার প্রেমিকের তালিকায় নতুন করে নাম উঠেছে টাইগার শ্রুফের। সম্প্রতি নতুন এ অভিনেতার সঙ্গেও নাকি চুপি চুপি প্রেম করে বেড়াচ্ছেন ‘আশিকী টু’ খ্যাত এ অভিনেত্রী। আর সেটা প্রমাণ করে যখন টাইগারের সঙ্গে নতুন একটি ছবিতে জুটিবেঁধে অভিনয় করার খবর শোনা যায়। প্রথম প্রেমিক সিদ্ধার্থকে দেখিয়ে দেবার জন্যই শ্রদ্ধা নাকি নতুন নতুন প্রেমে মশগুল থাকছেন। এইসব প্রেমের পরিণতি কি হয় সেটা দেখার চাইতে সবাই অপেক্ষা করছেন শ্রদ্ধার ক্যারিয়ারে কি হয় সেটা দেখার জন্য