সিলেটপোস্ট রিপোর্ট:ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় খাইরুল (২৫) নামে এক পাগলের আছাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির হোসেন সাগর কান্দানিয়া বাজার সংলগ্ন আনোয়ার হোসেন মঞ্জুর ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার কান্দানিয়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন সাগরের বোন ঝুমা আক্তার (৬)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাগরের বাবা আনোয়ার হোসেন মঞ্জু জানান, তার সন্তানদের জামা কিনে দেওয়ার জন্য সন্তানদের নিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে খাইরুল তাদের গতিরোধ করে সড়কের উপর আছাড় দিয়ে সাগরকে হত্যা করে। এরপর ঝুমার উপরও আক্রমন চালায়।ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তদন্ত হচ্ছে।
ময়মনসিংহে পাগলের আছাড়ে শিশুর মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ৭:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »