শাবি সংবাদদাতা:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে আগামী রোববার থেকে। বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার(অতিরিক্ত) জুবায়ের আহমেদ চৌধুরী এ তথ্য জানান।রোববার থেকে আনুষ্ঠানিক ছুটি ঘোষিত হলেও শুক্র ও শনিবার বিশ^বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকেই মূলত ছুটি শুরু হচ্ছে। আগামী ৯জুন পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম এবং ১১জুন পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে ১২ ও ১৩জুন (শুক্র ও শনিবার) ক্যাম্পাস বন্ধ থাকায় ১৪ জুন (রোববার) থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।ইতোমধ্যে বিশ^বিদ্যালয়ের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেছে। ফলে ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে।
শাবিতে গ্রীষ্মকালীন ছুটি রোববার থেকে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৮, ২০১৫ | ১১:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »