সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে নিষিদ্ধ তীর খেলার বইসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। জানা যায়- জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র তীর খেলার নামে নিষিদ্ধ জুয়ার আসর বসিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত বাজারে অভিযান চালিয়ে ৪ যুবককে আটক করে পুলিশ। এসময় যুবকদের কাছ থেকে তীর খেলার বই উদ্ধার করা হয়।আটককৃত যুবকরা হলেন- উপজেলার বিছনাটেক গ্রামের মৃত কনু মিয়ার পুত্র গোলাম রব্বানী (৩৫), একই গ্রামের মৃত সৈয়দ আলী মেম্বারের পুত্র এনামুল হক (২৮), শ্রীখেল গ্রামের মৃত ফরমান আলীর পুত্র মো. ছাবুল (৩৫) এবং একই গ্রামের মৃত সুব্রত চক্রবর্তীর পুত্র পিংকু চক্রবর্তী। পুলিশ জানিয়েছে এই চক্রটি পুরো উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ তীর খেলার আয়োজন করত।জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক সিলেটপোস্টকে জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জৈন্তাপুর থেকে নিষিদ্ধ তীরখেলার বইসহ ৪ যুবক আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১০:৫১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »