সিলেট পোষ্ট রিপোর্ট: রের্কড গড়া সাফল্যে -ছুঁয়ে দিলে মন এত কথায় দেশীয় চলচ্চিত্রে বাজিমাৎ করল ছুঁয়ে দিলে মন. আজ আবার অষ্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ৩ কোটির ও বেশী ব্যাবসা করা ছবিটি. ক্যারিয়ারের বেশ উজ্জল সময় পার করছেন. মি.পারফেক্টনিষ্ট- আরিফিন শুভ
বাংলাদেশী চলচ্চিত্রে বানিজ্যিক ভাবে আগে কোন চলচ্চিত্র এভাবে মুক্তি পাইনি. দেশের স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে অডোটেরিয়ামে চলেছে ছবিটি ২০১৫ সালের এখনো পর্যন্ত সেরা ব্যাবসাসফল ছবি. পরিচালকের আগ্রহ বাড়িয়ে দিল পরবর্তি ছবির জন্য.
আরিফিন শুভ-মম দূর্দান্ত নজর কাড়া অভিনয় এবং নির্মান, গান, গল্পের কারনে ছবিটি আকাশ ছোঁয়া সাফল্য লাভ করে .