সিলেটপোস্টরিপোর্ট:নাটোরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে শারমিন আকতার (১৬) নামে এক শিক্ষার্থী।আজ দুপুরে নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরিক্ষা দিয়েছিল এলাকাবাসী জানায়, দুপুর দুইটার দিকে শারমিন খবর পায় সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এই খবরে সে ভেঙে পড়ে। দুপুর আড়াইটার দিকে সবার অগোচরে সে নিজ শয়নঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করে। সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরে এসে তার মৃতদেহ দেখতে পায়। তার মৃত্যুর খবরে সহপাঠিরা ছাড়াও আশে পাশের শত শত মানুষ তাকে দেখার জন্য ভিড় করে। পরে পুলিশকে জানিয়ে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।শারমিনের বাবা আনোয়ার হোসেন জানান, শারমিন এত খারাপ ফলাফল করবে তা তারা কেউ ভাবতে পারেননি। তাই শারমিন নিজেও হয়তো এ খবর সহ্য করতে পারেনি। তিনি বলেন,‘এটা সে ঠিক করেনি। কারণ ফেল করলেও আমরা তো তার সাথে ছিলাম। আবার সে পরীক্ষা দিতে পারতো।’নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
নাটোরে পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ১০:২৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »