সিলেটপোস্টরিপোর্ট:মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২২ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য করা হয়েছে।রোববার ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।এর আগে গত ১৭ মে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। গত ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই তিন আসামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।বড় মিয়া-আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
হবিগঞ্জের ৩ রাজাকার: অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩১, ২০১৫ | ১:৪৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »