সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জ শহরে লটারীর নামে প্রতারণা করেছে ইউনাইটেড ক্লাব নামের একটি ভূইফোর সংগঠন। ড্র অনুষ্ঠানে বিক্ষুব্ধ জনতার ধাওয়ায় পালিয়ে আত্মরক্ষা করেছে আয়োজকরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় শহরের বগলা বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউনাইটেড ক্লাব নামে ওই সংগঠনটি দীর্ঘ প্রায় দুই মাস যাবত শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় লটারীর নামে টিকেট বিক্রি করে আসছিল। প্রথমে সংগঠনটি পহেলা বৈশাখে ড্র অনুষ্ঠানের ঘোষনা দেয়। কিন্তু অনিবার্য কারন দেখিয়ে পরে তা পিছিয়ে পহেলা মে-তে ড্র অনুষ্ঠানের ঘোষনা দেয়। পরে আবারও তা পিছিয়ে গতকাল শনিবার রাতে ড্র অনুষ্ঠানের আয়োজন করে ওই সংগঠন। প্রথম পুরস্কারের টিকেটটি টানার পর লক্ষ্য করা যায় এতে কোন নাম ও ফোন নাম্বার লেখা নেই। দ্বিতীয় পুরস্কারের টিকেটটি টানার পর একই বিষয় লক্ষ করেন উপস্থিত লোকজন। তখন লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ জাগে। পরে উপস্থিত লোকজন জানতে পারেন বিক্রিত টিকেটের মোড়ির ড্রাম লুকিয়ে রেখে অবিক্রিত টিকেটের মোড়ি দিয়ে ড্র করা হচ্ছে। তা ছাড়া প্রথম পুরস্কারসহ কোন পুরস্কারই মঞ্চে না থাকায় লোকজনের কাছে সন্দেহের বিষয়টি আরো ঘনিভূত হয়। তখন বিক্ষুব্ধ লোকজন মঞ্চে উঠে আয়োজকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এদিকে, স্থানীয় সূত্র জানায় কথিত ওই সংগঠনের সভাপতির নাম মোঃ সুহেল মিয়া। সে শহরের বগলা বাজার এলাকার সফর আলীর পুত্র। স্থানীয়রা জানান ওই সংগঠনটি গত দুই মাসে প্রায় ১৫/২০ হাজার টিকেট বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।