সিলেটপোস্টরিপোর্ট:ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগা। হবু স্বামী টেলর কিনিও তার সঙ্গে হাত মিলিয়েছেন। তাদের উদ্যোগের নাম ‘ডগ প্রডাক্টস কালেকশন’। লেডি জানান, পোষ্য এশিয়াই নাকি তার এ কাজের অনুপ্রেরণা। সোশ্যাল নেটওয়ার্কে এই কালেকশন শুরু করার খবর গাগা দিয়েছেন এশিয়ান সেজেই। ২৯ বছর বয়সী এই সুন্দরী আরেকটি পোস্টে জানিয়েছেন, অর্গ্যানিক পেট ফুডের ব্যবসাও শুরু করতে চান। তিনি এও জানান যে, জিনিসের মান ভালো না হলে তার পছন্দ হয় না মোটেও। পাপি প্রডাক্ট বাছাইয়ের সময়ও সেরা জিনিসটাই পছন্দ হয় তার। চেষ্টা করবেন নিজের ডগ প্রডাক্ট দিয়ে পোষ্য এবং মালিকের সম্পর্কটাকে আরও সুন্দর করে তোলার। তবে কবে কালেকশন উদ্বোধন হবে, সে ব্যাপারে কিছু জানাননি গাগা।