সিলেটপোস্টরিপোর্ট:চুনারুঘাটে শ্বশুর বাড়ি থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেওয়গাছ ইউনিয়নের চান্দপুর বস্তি গ্রামে। নিহত আইয়ূব আলী উপজেলা মিরাশী ইউনিয়নের আসলা গ্রামের গোলাপ মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাতের কোন এক সময় বাড়ির আঙ্গিনায় আম গাছে ওরনা দিয়ে গলায় ফাঁস দেয় আইয়ূব আলী। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। গত ৩ বছর পূর্বে চান্দপুর বস্তি গ্রামের আঃ মালেকের মেয়ে কুলসুমা খাতুন ও আই আইয়ূব আলী সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসার সুন্দরভাবে চললেও অভাব অনটনের কারণে মাঝে মধ্যে ঝগড়ার সৃষ্টি হত। এ নিয়ে প্রায় ১৫দিন পূর্বে কুলসুমা খাতুন তার বাবার বাড়ি চান্দপুর বস্তিতে চলে আসে। গত ২ দিন পূর্বে আইয়ূব আলীর স্ত্রীকে নেওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসলে কুলসুমা সে তার স্বামীর বাড়িতে যেতে অনিহা প্রকাশ করে। এ ক্ষোভে সে আত্মহত্যা করেছে বলে কুলসুমা জানায়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধরী জানান ময়না তদন্ত শেষে এটি হত্যা না অত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চুনারুঘাটে শ্বশুর বাড়ি থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৬:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »