সিলেটপোস্টরিপোর্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার সন্ধ্যা থেকে ইবাদত বন্দেগির মধ্যে সময় কাটাছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সিলেট নগরীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও উল্টো চিত্র দেখা গেছে মাজার ও মসজিদগুলোতে।দেশের বিভিন্ন স্থান থেকে আধ্যাত্মিক রাজধানীখ্যাত সিলেটে আসেন মাজারভক্ত লোকজন। ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত বোরহানউদ্দিন (রহ.) সহ অন্যান্য ওলি-আউলিয়ার মাজার জেয়ারত দেখা গেছে তাদেরকে।জানা গেছে, শবে বরাতে আল্লাহ তায়ালার ক্ষমা লাভের উদ্দেশ্যে মাজার ও কবরস্থানে মানুষের ভিড় লেগে শুক্রবার সকাল থেকেই। কাছের মানুষটির কবরের পাশে দাঁড়িয়ে তার মুক্তির জন্য দোয়া করেন স্বজনরা। সিলেট নগরীর মাজার ও কবরস্থানগুলোতে বিভিন্ন বয়েসী স্বজনদের যেতে দেখা গেছে সারাদিনই। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে মাজার জিয়ারত করতে আসেন অনেকেই।এদিকে, হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজারে পবিত্র শবে বরাত উপলক্ষে সন্ধ্যার পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। দেশের বিভিন্ন স্থান থেকে ইবাদত করতে দলে দলে মাজারে আসতে শুরু করেন মুসল্লিরা।
শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজারে সন্ধ্যার পর থেকেই মানুষের ঢল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ১০:২১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »