সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «  

বাংলাদেশ থেকে নারীরাও আইএসে যোগদানের জন্য ঝুঁকেছে

index_82921সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নারীদের জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয়ার খবর আগে থেকে জানা থাকলেও এবার বাংলাদেশ থেকেই নারীদের আইএসে যোগদানের খবর জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।তিনি বলেন, ‘অল্প কিছু সংখ্যক বাংলাদেশি তরুণের আইএসে যোগদানের খবর আমাদের কাছে আছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।’ তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি পুলিশের এই কর্মকর্তা।তুরস্ক থেকে তরুণী ফেরতপুলিশ জানায়, বাংলাদেশি এক তরুণী মাইরুনা ফারহিন (১৯) আইএসে যোগ দিতে ঢাকা ত্যাগের পর তাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সে আইএসে যোগ দিতে গত মাসে তুরস্কের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসযোগে ঢাকা ত্যাগ করেছিল।এরপর বাংলাদেশ দূতাবাস অতি জরুরি ভিত্তিতে একটি কূটনৈতিক নোট ভারবালের মাধ্যমে বিষয়টি তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। তুরস্কের ন্যাশনাল পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মাইরুনা ফারহিনকে দ্রুত সনাক্ত করে তাকে তুরস্কে প্রবেশের অনুমতি দানে বিরত থাকে। কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকেই ৫ মে’র ফিরতি ফ্লাইটে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়।দুজনের পর আরো একজন গ্রেপ্তারচলতি মাসেই পুলিশ আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০) নামে দুই আইএস সদস্যকে আটক করে। তাদের মধ্যে আমিনুল বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। পরে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়াশুনা করেছেন। দেশে কয়েকটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করার পর সর্বশেষ কোকাকোলায় আইটি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।আর সাকিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে লেখাপড়া শেষ করে লালমাটিয়ার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।ডিএমপি’র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, ‘আমিনুল আইএসের নির্দেশিত খিলাফত প্রতিষ্ঠায় কাজ করছিল। এজন্য তিনি বিভিন্নভাবে প্রচার, গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনাসহ বিভিন্নভাবে আইএসের সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন।’তিনি জানান, ‘অন্তত ২০ জনের একটি গ্রুপ করে আমিনুল আইএসের আদর্শ প্রচার করছিলেন। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সাকিব ওই ২০ জনের একজন।’মনিরুল ইসলাম জানান, ‘ওই দুজনের কাছ থেকে তথ্য নিয়ে পরে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তারা জানিয়েছে তাদের গ্রুপের ৫/৬ জন আইএসে যোগ দিতে বাংলাদেশ ছেড়েছে। তাদের মধ্যে নারী সদস্যও রয়েছে বলে তারা স্বীকার করেছে। আর যারা জিহাদে যেতে প্রস্তুত তাদের মধ্যেও বাংলাদেশি নারী আছেন। তাদের চিহ্নিত করার কাজ চলছে।’প্রথম তথ্যবাংলাদেশে আইএসের অস্তিত্ব সম্পর্কে প্রথম জানা যায় ২০১৪ সালের সেপ্টেম্বরে সামিয়ূন নামে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে ঢাকায় গ্রেপ্তারের পর। সামিয়ূন আইএস এর জন্য কর্মী সংগ্রহের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছিল বলে তখন দাবি করেছিল গোয়েন্দা কর্মকর্তারা।আর গত মাসে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রকৌশল বিভাগের ছাত্র আশেকুর রহমানের সিরিয়ায় আইএস-এ যোগদানের খবর নিয়ে তোলপাড় হয় বাংলাদেশে। তাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হলেও ফিরিয়ে আনা যায়নি।এর আগে গত আগস্টে ইউটিউবে প্রকশিত এক ভিডিওতে দেখা যায়, পাঁচজন ‘বাংলাদেশি’ যুবক ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির কাছে জিহাদের শপথ নিচ্ছেন। তারা শপথ নেন বাংলায়।গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে আইএসের জন্য ছোট ছোট গ্রুপে কাজ করছে জঙ্গিরা। আর তাদের প্রতিটি গ্রুপেই নারী সদস্য আছে।গত আট মাসে এপর্যন্ত কমবেশি ২৫ জনকে আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তারা সিরিয়া অথবা ইরাকে গিয়ে আইএসে যুক্ত হয়ে ‘জিহাদ’এ অংশ নিতে ব্যাকুল ছিলেন। আর তাদের কাছ থেকেই বাংলাদেশি তরুণ এবং তরুণীদের আইএসে যোগদানের খবর পাওয়া যায়।বাংলাদেশে যেসব নারী-পুরুষ আইএসের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের প্রায় সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। আর যারা ছাত্র তারা নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করেন। তাদের পরিবারও বিত্তশালী।বিশেষজ্ঞ মতঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং অপরাধ বিজ্ঞানী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ‘প্রথমত একটি অংশ হিরোইজম থেকে আইএসের দিকে ঝুঁকছে। এছাড়া বাংলাদেশে দীর্ঘদিন ধরে জঙ্গিরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এখানে সক্রিয়।’তিনি দাবি করেন, ‘সমাজের সংস্কৃতির মধ্যে এক ধরনের মৌলবাদের উপাদান আছে, যা এদের বিপথগামী করছে। আর উচ্চবিত্তদের সন্তানরা যেহেতু প্রযুক্তি সুবিধা বেশি পায় তাই তারা নানা মাধ্যমে আইএসের সঙ্গে সহজে যুক্ত হচ্ছে।’হাফিজুর রহমান মনে করেন, ‘আইনগত ব্যবস্থার পাশাপাশি এখন প্রয়োজন জঙ্গিবিরোধী সামাজিক সচেতনতা এবং আন্দোলন।’

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.