সিলেটপোস্টরিপোর্ট:বগুড়ায় সমকামিতার উদ্দেশ্যে বাড়ি থেকে উধাও হওয়ার দুই দিন পর পুলিশ দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। এদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।উদ্ধারকৃতরা হলো- বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের বেলগাড়ি গ্রামের মোহন বেপারীর মেয়ে তামান্না আকতার স্মৃতি ওরফে তনি ওরফে মনিরা। সে জুবলী ইন্সটিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্রী। অপরজন শহরের জহুরুল নগর এলাকার গোলাম রসুলের মেয়ে মিমি ওরফে শিলা। সে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।বুধবার দুপুর ১টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তাদের উদ্ধার করে। এরা দু’জনেই একটি বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত বলে সাংবাদিকদের জানিয়েছে।থানা সূত্রে জানা গেছে, মিমির বাবার অভিযোগের সূত্র ধরে পুলিশ শহরের মালতিনগর এলাকার একটি বাসা থেকে তামান্না এবং মিমিকে উদ্ধার করে।থানায় আনার পর মিমি অসুস্থ হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।থানায় আটক তামান্না জানায়, মিমি জহুরুল নগর এলাকায় তার বোনের বাসায় থাকতো। এসময় দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তারা দু’জনে সমকামিতার উদ্দেশ্যে ১ জুন বাসা থেকে বের হয়ে মালতিনগরে পরিচিত একজনের বাসায় ওঠে। সেখান থেকে বুধবার পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। সপ্তম শ্রেণীতে লেখাপড়া করলেও নিজের বয়স ১৭ বছর বলে দাবী করে তামান্না। সে নিজেকে একটি বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এস আই আনোয়ার হোসেন জানান, মিমিকে ফুঁসলিয়ে অপহরণ করে সমকামিতার অভিযোগে তামান্না আকতারকে আটক করা হয়েছে। সমকামিতার কারণে মিমি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিমির বাবা তামান্নার বিরুদ্ধে অপহরণ এবং যৌন নীপিড়নের অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করা হবে বলেও জানান তিনি।বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সমকামিতার কারণে মিমিকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। মিমি অসুস্থ হয়ে পড়ায় তার কাছে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় অপহরণ করে যৌন নীপিড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হবে।
বগুড়ায় ২ সমকামি স্কুলছাত্রী আটক: ১ জন অসুস্থ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩, ২০১৫ | ৬:৪৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »