সিলেটপোস্টরিপোর্ট:জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর গ্রামে বুধবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংর্ঘষে ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া ও তারই আতœীয় যুক্তরাজ্য প্রবাসী মৃত গেদা মিয়া স্ত্রী প্রবাসি জাহানারা বেগম এর মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন জাহানারা বেগমের লোকজন বিরোধ পূর্ব জায়গা থেকে গাছ কাটতে গেলে এতে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করেন। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্থসহ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধসহ আহত হন ৫ জন। এর মধ্যে গুলিবিদ্ধ লুৎফুর রহমান (২৬)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত খছরু মিয়া (২০), কাশেম মিয়া (১৮), লিংকন মিয়া (১৬)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
জগন্নাথপুরে কেশবপুর গ্রামে সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত ৪
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৪, ২০১৫ | ১২:৩৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »