সিলেটপোস্টরিপোর্ট:সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ বর্ষের ছাত্র ও ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক তওহীদুল ইসলাম তৌহিদ হত্যাকান্ডের এক বছর পার হলেও এখন পর্যন্ত দায়ীদের বিচারের আওতায় না আনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বছরের ৪ জুন চাঁদা না পেয়ে মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নম্বর কক্ষের মেধাবী ছাত্রদল নেতা তৌহিদকে নির্মমভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ সভাপতি সৌমেন দাশ সহ ১৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলেও সরকারি দলের ছত্রছায়ায় থাকা এসব সন্ত্রাসীরা পুলিশের প্রশাসনের সহযোগীতায় জামিন পেয়ে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার কার্যক্রম নিষ্ক্রিয় করে মেডিকেল কলেজ প্রশাসন সন্ত্রাসীদের পুনর্বাসনে সহয়তা করছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদল দ্ব্যর্থহীন কন্ঠে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছে, অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করুন অন্যথায় তৌহিদ হত্যার পরপরই সারা সিলেটে ছাত্রদল যে প্রতিবাদের ঝড় তুলেছিল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চত করতে প্রয়োজনে আবারো ছাত্রদল সাধারন শিক্ষার্থীদের সংগে নিয়ে রাজপথে নামবে।
বিবৃতি দাতারা হলেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান।