সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের জকিগঞ্জ উপজেলা অধীনস্থ লোহারমহল বিওপির দায়িত্বপূর্ণ বেওর পাঁকা এলাকা থেকে ২৯ বোতল ফেনসিডিলসহ দুই মহিলাকে আটক করেছে বিজিবি। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লোহারমহল বিওপির হাবিলদার সুলতান গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল আজ সকাল ১১টার দিকে ওই দুই মহিলাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।আজ বেলা ২টার দিকে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক ছাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ বোতল ভারতীয় (প্রতিটি ১শ মিলি) ফেনসিডিলসহ ওই দুই মহিলাকে আটক করা হয়। তাদের শরীরের সাথে ফেনসিডিলের বোতলগুলো বাঁধা ছিল। আটককৃত ফেনসিডিলের আনমানিক মূল্য ১১ হাজার ৬শ টাকা।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে আটককৃতদের নাম-ঠিকানা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
জকিগঞ্জ থেকে ফেনসিডিলসহ দুই মহিলা আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৪, ২০১৫ | ৪:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »