সিলেটপোস্টরিপোর্ট:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌণে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে। কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ২৬ বোতল বিয়ার এর চালান আটক করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৪ লাখ ৮২ হাজার টাকা। আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বরমসিদ্দিপুর এলাকায় কালাইরাগ ও উৎমা বিওপি’র বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ২৬ বোতল বিয়ার আটক উদ্ধার করে। অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার ধুপরিপাড় নামক স্থানে ১৩২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন নায়েক সুবেদার মো. রফিক উল্লাহ এবং হাবিলদার মো. হারুন-অর-রশিদ।
কোম্পানীগঞ্জ থেকে পৌণে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৪, ২০১৫ | ৫:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »