সিলেট পোষ্ট রিপোর্ট : পৃথিবীর সবচাইতে দামি ব্যাগ। তাও আবার কুমিরের চামড়া দিয়ে তৈরি। হ্যাঁ, যারা ভাবছেন কুমিরের চামড়ার তৈরি ব্যাগ দাম তো হবেই।তাঁদের ধারণায় জল ঢালতে তৈরি জাপানের ক্রিস্টিন নিলাম সংস্থা।
মঙ্গলবার এই নিলামেই কুমিরের তৈরি গোলাপি রঙের ব্যাগটির দাম উঠেছে ২২২,৯১২ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ১৫ কোটি। ভাবছেন ক্রেতা কে? নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় মোবাইল কোম্পানির মালিক কিনেছেন ব্যাগটি। নিজের গৃহিণীকে উপহার দেবেন বলে কেনা ব্যাগটাই এতো বছরের মধ্যে নিলামে বিক্রি হওয়া ব্যাগ।