সিলেট পোষ্ট রিপোর্ট : প্রথম ছবি ‘রাখালবন্ধু’। অভিষেক ঘটে ‘তেজী’ ছবিতে। মান্নার বিপরীতে একাধিক ছবি করার পর চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠেন। তৎকালীন সব জনপ্রিয় অভিনেতার সঙ্গেই অভিনয় করেন। ভালােবেসে বিয়ে করেন চিত্রনায়ক আলেকজান্ডার বােকে।
বলছি একা’র কথা। শেষ দশকের আলোচিত এই চিত্রনায়িকাকে হারিয়ে ফেলা’র দলে ফেলে দেয়া হলেও তিনি এই অবেলায়ও নায়িকা হয়ে ফিরে আসছেন সিনেমায়।
তিন সপ্তাহ আগে মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয়ে সুখের দোলা’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা একা। ছবিটিতে তাকে দেখা যাবে জিন্নাত খান নামের নতুন একজন নায়কের বিপরীতে।
রোমান্টিক ধরনের এই ছবিটিতে জিন্নাতের সঙ্গে শুধু একা নয়, আরো থাকছেন দুই নতুন নায়িকা। এরই মধ্যে নতুন এই দুই নায়িকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে।
‘আগামী ১২ তারিখ থেকে আমি নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। ছবিটির নাম ‘বিধ্বস্ত’।’ ১২ তারিখ থেকে ছবিটির শুটিং টানা এক সপ্তাহ করে ২২ তারিখ থেকে গুড লাক মুভিজের ব্যানারে ‘হৃদয়ে সুখের দোলা’ ছবির কাজ শুরু করবেন। ঢাকার বিভিন্ন লোকেশনে ঈদ পর্যন্ত শুটিং করে ঈদের পরে কক্সবাজারে ছবিটির চিত্রায়ন করার চিন্তা রয়েছে।