সিলেটপোস্টরিপোর্ট:কুমিল্লার কলাগাছিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। দ্বিতীয় শ্রেণিতে অধ্যায়নরত ওই শিশুকে রোববার বিকেলে ধর্ষণ করেছে একই গ্রামের শিমন (১৭) নামের এক যুবক। মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢামেক পরিদর্শক ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, ‘মেয়েটিকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’ঢামেকে ভর্তির সময় সঙ্গে থাকা মেয়েটির মামা জহিরুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিমন মেয়েটিকে ফুসলিয়ে ওই গ্রামের এক ধইঞ্চা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উপজেলা (হোমনা) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরও জানান, ধর্ষণের শিকার হওয়া ওই মেয়েটির গ্রামের বাড়ি একই উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে। সে হোমনায় তার নানা নজরুল ইসলামের বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। মেয়েটির বাবা বিদেশ গমনের জন্য গত ৩ দিন আগে ঢাকায় আসে। এ উপলক্ষে তার বাবাকে বিমানে উঠিয়ে দিতে মেয়ের মাও ঢাকায় ছিল।