সিলেট পোষ্ট রিপোর্ট : বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদকে হারিয়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ব্র্যান্ডের শিরোপা জুটল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মাথায়৷ ‘দ্য ব্র্যান্ড ফিনান্স ফুটবল’ বিশ্বের ৫০টি খ্যাতনামা ফুটবল ক্লাবগুলিকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে৷
সেখানে দেখা যাচ্ছে ওয়েন রুনিদের দলের ব্র্যান্ডভ্যালু প্রায় ৩০০মিলিয়ন ডলারের কাছাকাছি৷ প্রথম কোনও ফুটবল ক্লাব হিসেবে এক বিলিয়ন ডলারের মার্জিন অতিক্রম করল রেড ডেভিলসরা৷ অসাধারণ কয়েকটি চুক্তি করেই এই জায়গায় পৌঁছে গিয়েছে ম্যান ইউ৷
অন্যদিকে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই বার্সেলোনার ব্র্যান্ডভ্যালু ২৮মিলিয়ন ডলার বেড়ে গিয়েছে৷ সমীক্ষা বলছে গত এক বছরে সাউদাম্পটনের ব্র্যান্ডভ্যালু ৮৯ শতাংশ বেড়েছে৷ ম্যান ইউ’র পরেই রয়েছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ৷