সিলেটপোস্টরিপোর্ট:স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সারা দেশে সুপেয় পানির ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। তাই পানি নিয়ে কোনো রাজনীতি করা ঠিক নয়।বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।সৈয়দ আশরাফ আরো বলেন, পানি শোধন তেল শোধনের চেয়ে ব্যয়বহল। তাই পানির অপচয়রোধ করা না গেলে হাজার কোটির টাকার এ ধরণের প্রকল্প কোনো কাজে আসবে না। সরকার জনগণের চাহিদার সাথে পাল্লা দিয়ে নতুন নতুন প্রকল্প নিচ্ছে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম শহর দূষিত হয়ে গেছে। তাই এ শহরগুলোর পয়ঃনিষ্কাশনের জন্য সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে।এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আগামীতে পানি রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাইলে দেশের নদী ঝর্ণা এবং প্রাকৃতিক পানির উৎসগুলো সংরক্ষণ করতে হবে।অনুষ্ঠান শেষে মদুনাঘাট পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, প্রমুখ।
পানি রাজনীতির বিষয় নয় : আশরাফ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৭:৫৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »