সিলেটপোস্টরিপোর্ট:পুলিশি হয়রানি বন্ধ এবং অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকদের তিনটি সংগঠন।১৬ জুন সকাল থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হবে। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু এবং ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জুন থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।তারা বলেন, পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত পুলিশের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবাদ করেও এর কোনো প্রতিকার মিলছে না।কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সিলেট শহরতলির লামাকাজিস্থ এম এ খান সেতুর টোল ট্রাক প্রতি ৩৫ টাকার বদলে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এ জন্য সংশ্লিষ্টদের কাছে প্রতিকার চেয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে তারা জানান। এ জন্যই ১৬ জুন থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।