সিলেটপোস্টরিপোর্ট:মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের মডেল হাই স্কুল কমিউনিটি ওয়াচগ্র“পের উদ্যোগে সিলেট নগরীর মীরের বাজার এলাকায় যৌন হয়রানি প্রতিকার-প্রতিরোধ র্যালী ও মানববন্ধন ১৫ জুন সোমবার বেলা ১২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।র্যালী ও মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোছাম্মৎ পেয়ারা বেগম। সভা প্রধান ছিলেন কমিউনিটি ওয়াচগ্র“প মডেল হাই স্কুল সদস্য ও সহকারী প্রধান শিক্ষক এ কে আজাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ওয়াচগ্র“প সদস্য আব্দুল হামিদ, সাইফুল ইসলাম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, রোকসানা জেসমিন, খালেদা খাতুন, সেলিম আহমদ, সুখেস দাস ও রবিউস সানি সহ শতাধিক শিক্ষার্থী।ব্র্যাক মেজনিন কর্মসূচির পক্ষে উপস্থিত ছিলেন সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট শাহ এমরান আলী ও ব্র্যাক সিলেটের জেন্ডার ট্রেইনার আব্দুল বাতেন। র্যালী ও মানববন্ধনে সকলে যৌন হয়রানি প্রতিকার-প্রতিরোধে সবাইকে উদ্যোগ গ্রহণের আহবান জানান।
মেজনিন কমিউনিটি ওয়াচগ্র“প মডেল হাই স্কুলের র্যালী ও মানববন্ধন পালিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৫, ২০১৫ | ৫:৩০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »