সিলেটপোস্টরিপোর্ট:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় খাসিয়া পানের চালান আটক করেছে। উপজেলার সীমান্ত এলাকায় কালাইরাগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভারতীয় ৪০ বিড়া খাসিয়া পানের চালান উদ্ধার করা হয়। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি’র বিজিবি’র সদস্যরা শুক্রবার দিবাগত রাতে বাতরাই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বাতরাই এলাকার পাকা রাস্তার উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০ বিড়া ভারতীয় খাসিয়া পানের চালান উদ্ধার করে।অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি’র নায়েক আব্দুল করিম।
কোম্পানীগঞ্জ থেকে ভারতীয় পানের চালান আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২০, ২০১৫ | ৩:৩০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »