সিলেটপোস্টরিপোর্ট:রাজশাহী কলেজ চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে কলেজের মসজিদের পশ্চিম পার্শের ঝোঁপের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এর আগে ওই ঝোঁপ পরিস্কার করতে গিয়ে পরিচ্ছন্ন কর্মীরা ককটেল ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে।নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ককটেলগুলো উদ্ধারের পর পুলিশের বোমা বিশেষজ্ঞ দলের কাছে হস্তান্দর করা হয। তারা সেগুলো পরীক্ষা করে দেখছেন।ধারণা করা হচ্ছে, বেশকিছুদিন আগে নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুদ করা হয়েছিলো। তবে কারা সেগুলো মজুদ করেছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এসআই নূরুল ইসলাম।অপরদিকে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান জানান, ককটেলগুলো বেশ কিছুদিন আগের। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ায় কিছু নেই।
রাজশাহী কলেজ চত্বর থেকে ককটেল উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২০, ২০১৫ | ৪:১১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »