সিলেটপোস্টরিপোর্ট:দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন চৈৗধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ডা. গিয়াস উদ্দিন, মোহাম্মদ র্আজুমন্দ আলী, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ,প্রচার সম্পাদক শরিফ আহমদ দক্ষিণ সুরমার যানজট ও অবৈধ স্ট্যান্ড অপসারনের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন পবিত্র রমজান মাসে দক্ষিণ সুরমার ক্বিনব্রিজ মোড়, ভূইয়া পাম্প, বাবনা মোড় এবং ক্বিনব্রিজ মোড় থেকে বাস টার্মিনাল, কদমতলী ফলের আড়তের সামনে রাস্তার উপর অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এই স্ট্যান্ডে সিএনজি অটোরিস্কা, বাস ও ট্রাক ভ্যান রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। পুলিশ ও ট্রাফিক পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা উচ্ছেদের কোনো উদ্যোগ নেয়নি। বিভিন্ন রুটের যানবাহন টার্মিনাল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ানোর কোনো বৈধতা নেই। সিএনজি অটোরিস্কা তাদের নির্ধারিত স্ট্যান্ডে যাত্রী উঠানো নামানো করবে। কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে তারা যানজট সৃষ্টি জনস্বার্থ বিঘœ করতে পারে না। দক্ষিণ সুরমায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে। কিন্তু রহস্যজনক কারণে রাস্তার উপর গড়ে উঠা অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ হচ্ছেনা। রমজান মাসে এসব স্ট্যান্ডের কারণে যানজট আরো প্রকট হবে। ফলে গোটা দক্ষিণ সুরমা জুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হবে। নেতৃবৃন্দ অবিলম্বে যানজট নিরসনে রাস্তার উপর অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানিয়েছেন।
দক্ষিণ সুরমার যানজট ও অবৈধ স্ট্যান্ড অপসারনের দাবি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৪:৩৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »