সিলেট পোস্ট রিপোর্ট: চাঁদপুর জেলার মতলব থেকে নির্বাচিত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের এমপি ও মন্ত্রী পদ আইনগতভাবে বহাল রয়েছে নাকি বাতিল হয়ে গেছে তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে।
মায়ার বিষয়ে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেছেন, আইন, আদালত, সংবিধান, নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
নবম সংসদে চাঁদপুর কচুয়া থেকে নির্বাচিত এমপি মহিউদ্দীন খান আলমগীরের সদস্য পদ টিকে থাকা নিয়ে বিতর্ক উঠেছিল। মহিউদ্দীন খানের এমপি পদ বাতিল করে গেজেটও প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত আইনী মারপ্যাচে এমপি পদ টিকিয়ে রাখতে সক্ষম হন মহিউদ্দীন। অথচ আদালতের রায়ে এমপি পদ বাতিল হয়ে যায় ভোলার বোরহানউদ্দিন থেকে নির্বাচিত মেজর (অব) জসিমউদ্দিনের। উপনির্বাচন হয় সেই আসনে। নুরুন্নবী চৌধুরী শাওন এমপি নির্বাচিত হন।