সিলেটপোস্টরিপোর্ট:গত ৬ দিন যাবৎ নগরীরর খরাদিপাড়া থেকে দিপংকর চক্রবর্তী (৩০) নামে এক যুব নিখোঁজ রয়েছে। এ বিষয়ে শাহপরান থানায় যুবকের মাতা স্মৃতিকনা চক্রবর্তী (৬০) এক সধারণ ডায়রী করেছেন। যার ডায়রী নং- ১২৩৪/১৫।জানা যায় সিলেট মহানগরীর শিবগঞ্জের, খরাদিপাড়ার বৈশাখী ৯১নং বাসার বাসিন্দা মৃত রঙ্গলাল চক্রবর্তী ও স্মৃতিকনা চক্রবর্তীর ছেলে দিপংকর চক্রবর্তী (৩০) গত ২১/০৬/২০১৫ইং রবিবার আনুমানিক রাত ৯ টায় বাসা থেকে বের হয়ে যান। অদ্যাবধি সে আর বাসায় ফিরে আসেনি। সকল আত্মীয় স্বজনের বাসা-বাড়ীতে খোঁজ করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজ দিপংকর চক্রবর্তীর উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, চুলের রং কালো নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিল লাল রঙ্গের সার্ট ও নীল রঙ্গের প্যান্ট।দু বছর বয়সী এক পুত্র সন্তানের জনক দিপংকর চক্রবর্তী কোন সন্ধান যদি কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারগুলাতে ০১৭১৭৪৯১৪৮৯ / ০১৬৭৯৩১৪১৮৮ যোগাযোগ করার জন্য তার বৃদ্ধা মাতা স্মৃতিকনা চক্রবর্তী বিনীত অনুরোধ জানিয়েছেন।