সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে আসছে আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণাধীন চারটি গ্রুপ। কমিটি গঠন থেকে শুরু করে ছাত্রলীগের সকল কার্যক্রম পরিচালনার নেপথ্যে থাকেন ওই নেতারা। প্রতিবার কমিটি গঠনের সময় শীর্ষ পদগুলো গ্রুপভিত্তিক ভাগবাটোয়ারার ফলে বঞ্চিত হন মেধাবী ও পরীক্ষিত নেতাকর্মীরা। পক্ষান্তরে আওয়ামী লীগ নেতাদের তদবিরে তাদের গ্রুপের অযোগ্য, অছাত্র ও বিতর্কিতরা পেয়ে যান গুরুত্বপূর্ণ পদ। আগামী ৪ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের কাউন্সিল নিয়ে ফের তৎপর আওয়ামী লীগের পুরনো চার গ্রুপসহ মোট ৫ গ্রুপের নেতারা। মহানগর ছাত্রলীগের শীর্ষ পদগুলো বাগিয়ে নিতে তারা তদবির শুরু করেছেন। ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ গ্রুপিংয়ের বলি হয়ে সিলেটে ছাত্রলীগ সাংগঠনিকভাবে ক্রমেই দুর্বল হচ্ছে।সিলেটে ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন থেকে নিয়ন্ত্রণ করে আসছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান (তেলিহাওর গ্রুপ), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (দর্শন দেউড়ি গ্রুপ), শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ (টিলাগড় গ্রুপ) ও উপ দপ্তর সম্পাদক বিধান কুমার সাহা (কাশ্মির গ্রুপ)। গতবার জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠনের সময়ও এই চারটি গ্রুপ শীর্ষপদগুলো ভাগবাটোয়ারা করে নেয়। এবারও মহানগর ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের চারটি গ্রুপের সাথে তৎপর হয়েছে নতুন আরেকটি গ্রুপ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ নতুন আরেকটি গ্রুপ তৈরি করে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম রিপন বলেন- প্রতিবার আওয়ামী লীগের চার নেতা কমিটির শীর্ষপদগুলো ভাগবাটোয়ারা করে নেন। গতবার এর বিরোধীতা করে পাল্টা কমিটি হয়েছিল। এবারও আওয়ামী লীগ নেতাদের ওই চারটি গ্রুপ ছাত্রলীগের কমিটি নিয়ে তৎপরতা শুরু করেছে। তাই এবার ত্যাগীদের নিয়ে আমরা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুলের নেতৃত্বে একজোট হয়েছি।ছাত্রলীগের কমিটিতে আওয়ামী লীগের হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন- গ্রুপিং রাজনীতির কারণে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে ত্যাগী অনেক নেতাকর্মী হতাশ হন। গ্রুপিং ও ব্যক্তির বাইরে দলকে টেনে আনা উচিত। এতে প্রকৃত ত্যাগী ও মেধাবীরা মূল্যায়ন পাবে।
সিলেট ছাত্রলীগের কমিটি নিয়ে তৎপর আ.লীগের ৫ গ্রুপ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৭, ২০১৫ | ১২:৫৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »