সিলেট পোস্ট রিপোর্ট: হ্যাপির প্রথম চলচ্চিত্র দেখার পর থেকেই হ্যাপি কে ভাল লাগে নীলের তার পর থেকে তার মনে জাগে হ্যাপির প্রতি ভালবাসা বলতে না পারলেও হ্যাপি কে আড়ালে ভালবেসেন প্রবাসি বাংলাদেশি এই তরুন । তার জীবনের স্বপ্নের গল্পের রানী হয়ে আছে হ্যাপি । আর সে কারনে সে দাবি করে বসেছে সে হ্যাপি প্রথম প্রেমিক ।
তার প্রবাস থেকে দেশে ফেরার পর হ্যাপি কে বিয়ে পস্তাব পাটানো কথা ইচ্ছা ছিল । তার হ্যাপির একের পর কর্ম কান্ড দেখে সে দ্বিধা দন্ধে আছে ।
কি হবে দেশে ফিরার পর জানতে হলে আমাদের পরবর্তি নিউজে অপেক্ষায় থাকুন ।