সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন।শনিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ৯টা পযর্ন্ত উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি, ছয়হারা নগদীপুর, দৌলতপুর ও কলিয়ারকাপন গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছাতকের কৈতক উপ-স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।শিয়ালের কামড়ে আহতরা হলেন- ইউনিয়নের কাউয়াজুরি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী সুনারা বেগম (৪০), একই গ্রামের গোলাপ মিয়ার ছেলে খেলু মিয়া, নূর মিয়া, জিতু মিয়ার ছেলে ইমা, ফজলু মিয়ার স্ত্রী বিউটি বেগম, নোয়াব আলীর ছেলে ইকবাল হোসেন, কমরু মিয়ার ছেলে শাহীন মিয়া, ইসবর আলী, গোলজার মিয়ার ছেলে এওর মিয়া।একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে জুনায়েদ, আমিন উদ্দিনের মেয়ে মাহবুবা, এখলাছ মিয়ার মেয়ে রুমী বেগম, একই গ্রামের আলী হোসেন ও ইউনিয়নের ছয়হারা নগদীপুর গ্রামে তখলুছ মিয়ার ছেলে অ্যানি, একই গ্রামের নিমাই মিয়ার ছেলে ফুরুক মিয়া, রোস্তাব মিয়ার ছেলে জেনাউর মিয়া, কলমধর আলীর ছেলে মিঠু মিয়া, তাজুল ইসলামের ছেলে গিয়াস মিয়া এবং একই ইউনিয়নের কলিয়ার কাপন গ্রামের নূরুল আমিনের ছেলে বিজয় মিয়া।এর মধ্যে কাউয়াজুরি গ্রামের সেহেরি পর থেকে সকাল সাড়ে ৯টার পর্যন্ত এবং শুক্রবার সন্ধ্যায় ছয়হারা নগদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের দিরাইয়ে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৯
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৭, ২০১৫ | ৫:৪৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »