সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে স্থানীয় সরকার বিভাগ ২০১৪-২০১৫ অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের উন্নয়নে দক্ষতা ও কর্মতৎপরতার ভিত্তিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ রুস্তমপুর ইউনিয়ন পরিষদকে ১ লক্ষ ৪৯ হাজার টাকা পুরস্কার প্রদান করেছে। এছাড়া এলজিএসপি-২ এর আওতায় পিবিজি পুরস্কার ৬ লক্ষ ৯৩ হাজার টাকা লাভ করেছেন। চেয়ারম্যান আবুল কালাম আজাদ ২০০৫ সাল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। ২০১৫ সাল পর্যন্ত ডায়না স্বর্ণপদকসহ সরকারি ও বেসরকারি ২৬টি পুরস্কার লাভ করেছেন।স্থানীয় সরকার বিভাগ হইতে ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রুস্তমপুর ইউনিয়নবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে রুস্তমপুর ইউ/পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মনে করেন প্রত্যেকটি পুরস্কারের দাবিদার ইউনিয়নের সকল নাগরিক।
গোয়াইনঘাটের আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৮, ২০১৫ | ৪:২০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »