সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের-২০১৫-২০১৬ সনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত সহ-সভাপতি ও ইসলামিক টিভি’র জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে একটি পদে একক প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার হারুনুর রশিদ চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার এম এম মজিদ ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষনা করেন। কমিটির অন্যান্যরা হলো যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুর উদ্দিন (জিটিভি), কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী (একাত্তর টিভি), সদস্য হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), শাহ ফখরুজ্জামান (যমুনা টিভি), আব্দুল হালিম (এটিএন বাংলা), এমএ মজিদ (দিগন্ত টিভি)। এছাড়া পদাধিকার বলে বিগত কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (দেশটিভি) সদস্য নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৮, ২০১৫ | ৫:৫১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »