সিলেটপোস্টরিপোর্ট:দুর্নীতির গলা টিপে ধরার ঘোষণা দিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।এসময় জেলা প্রশাসক বলেন- ‘আমি সাদা শার্ট পরে এখানে এসেছি, সাদা শার্ট নিয়েই সিলেট ছেড়ে যেতে চাই। আমার ক্যারিয়ারকে আমি কোনভাবেই কলঙ্কিত করতে দেব না।’নবাগত জেলা প্রশাসক বলেন- ‘আমি সততা ও আন্তরিকতার সাথে সিলেটের উন্নয়ন করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। একার পক্ষে কোন কিছু পাল্টে দেয়া সম্ভব নয়।’জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন- সিলেটকে একটি মডেল জেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য। এজন্য জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সততা, দক্ষতা ও আন্তরিকতার সহিত তাদের দায়িত্ব পালন করতে হবে।’অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলামের পরিচালানায় সভায় বক্তব্য রাখে- সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
দুর্নীতির গলা টিপে ধরার ঘোষণা সিলেটের নবাগত জেলা প্রশাসকের
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩০, ২০১৫ | ৪:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »