সিলেটপোস্টরিপোর্ট:গোলাপগঞ্জ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি কর্তৃক মৃত্যু দাবী চেকহস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকোম্পানির ঢাকাদক্ষিণ জোনাল শাখায় বীমা গ্রাহক গিতারানী নাত এর পরিবারকে.৫১ হাজার ২’শ ০৮ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।গীতারানী স্বামী নগেন্দদেবনাত কাছে চেক হস্তান্তর করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকর্তৃপক্ষ।এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এরিয়াইনচার্জ জনাব হরিপদ রায়সি.জেড.এম,আব্দুল মালিক মামুন জেড.আই,হামিদাপারভিন এ.জেড.আই,মাহমুদ মুক্ততা ডি.সি,আনহার উদ্দিন বি.সি,সিলেটপোস্ট24ডটকম এর গোলাপগঞ্জ প্রতিনিধি শেখ জাহিদ
হাসান,কোম্পানির উর্ধতন ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।