ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে ভেজাল বিরোধী অভিযান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ১, ২০১৫ | ৫:৩২ অপরাহ্ন
সিলেটপোস্টরিপোর্ট:নগরীর মধুশহীদ ও ওসমানী মেডিকেল এলাকায় ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী ও রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ০১ জুলাই বুধবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, সিলেট নগরীর বিভিন্ন ফার্মেসী, ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত প্রতারণার মাধ্যমে মেডিকেল চেকআপ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি এবং রেস্টুরেন্টগুলোতে পচা বাসি খাবার বিক্রি করছিলো এক শ্রেণীর ব্যবসায়ীরা। বুধবার এ ধরনের প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে পপুলার ডায়াগনিস্টিক সেন্টারে প্যাথালজিকেল পরিক্ষায় অবৈধভাবে টাকা আদায়, মূল্য তালিকা ও টেকনিশিয়ানদের একাডেমিক সার্টিফিকেট না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৯ ধারায় ভ্রাম্যমান আদালত ঐ প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মেডিকেল রোডে আল বোরাক ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। ফিজিশিয়ান সেম্পল ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ঐ ফার্মেসীর মালিক আল আমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওসমানী মেডিকেলের ভেতর ইমার্জেন্সি গেইট সংলগ্ন একটি রেস্টুরেন্টে পচা বাসি খাবার বিক্রি এবং রেস্টুরেন্ট’র ভিতর অপরিচ্ছন্ন থাকায় ঐ হোটেলের মালিক মিন্টু রায় চৌধুরীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে মেডিকেল রোডের জমিদার রেস্টুরেন্ট ও জান্নাত ফার্মেসীতে অনিয়ম পরিলক্ষিত হলে ভ্রাম্যমান আদালত তাদেরকে সতর্ক করে দেন। ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযানে অংশ নেন, সাংবাদিক নাছির আহমদ খান, এএসআই বজলু ও এএসআই জামালসহ বিপুল সংখ্যক পুলিশ।
পঠিত : 64
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন