সিলেটপোস্টরিপোর্ট:সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বেলা ২টার দিকে নগরীর কোর্টপয়েন্টে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেন, ‘ঈমান আকীদা ইসলাম ও রাসূল (স.) এর ইজ্জত-সম্মানের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলােেদশ কারো সাথে আপোষ করবে না এবং নিরবও থাকবে না। নাস্তিক মুরতাদদের কঠোর শাস্তির দাবীতে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে প্রয়োজনে রক্ত দেয়া হবে, তবুও নাস্তিকদের ঠাঁই বাংলার মাঠিতে হবে না।’নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে লতিফ সিদ্দিকীর অপরাধের কারণে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হলো এবং দল থেকে প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল করা হলো, তারপরও তার সংসদ সদস্য পদ বহাল থাকে কিভাবে?’তারা বলেন, ‘নব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে তার স্থান হবে না।’ লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।ইসলামী আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসরাম রিয়াজের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সেক্রেটারী নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক, সেক্রেটারী হেলাল আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাহফুজুল হক তুহিন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।
লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের মিছিল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৩, ২০১৫ | ৫:০৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »