সিলেটপোস্টরিপোর্ট:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভাল্যুয়েশন বিভাগের পরিচালক সাবের হোসেন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পঠন দক্ষতা বাড়াতে হলে প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। একজন ভালো শিক্ষক একজন ভালো ছাত্র তৈরি করতে পারে। শিক্ষার্থীদের উচ্চারণ ও মান সম্পূর্ণ পাঠদান দিতে হলে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার প্রসারে আন্তরিক। তাই প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী গঠনে সারা দেশে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সিলেট বিভাগের ৩টি জেলায় ৭টি উপজেলার ২৬৩ বিদ্যালয়ে এফআইভিডিবি রিড প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ার ৫টি উপাদানের মাধ্যমে শুদ্ধভাষা উচ্চারণসহ যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। এই কার্যক্রম সারা দেশে চালানো হলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। শনিবার সিলেট নগরীর একটি হোটেলের হল রুমে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে ইউএস-এআইডির অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় সিলেট বিভাগে এফআইভিডিবি-‘রিড’ প্রকল্পের মাধ্যমে কাজ বাস্তবায়নে পঠন দক্ষতা যাচাই ফলাফল শেয়ারিং কর্মশালায় তিনি এ কথাগুলো বলেন।
এফআইভিডিবি’র সহযোগি পরিচালক সমিক সহিদ জাহানের সভাপতিত্বে ও দেবাশীষ দত্ত প্রবালের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভাল্যুয়েশন বিভাগের উপ-পরিচালক মো. মিজাউল ইসলাম ও প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন ও ‘রিড’ প্রকল্পের ফোকাল পয়েন্ট পার্সন জিয়াউর রহমান শিপার। পঠন দক্ষতা যাচাই ফলাফলের সিলেট বিভাগের উপস্থাপন করেন- শরিফুল আলম ভূঁইয়া ও জাতীয় পর্যায়ের ফলাফল উপস্থাপন করেন মোহাম্মদ সাঈদ। বক্তব্য রাখেন- রিচার্স অ্যান্ড লার্ণিং, রিড, সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের ম্যানেজার মোহাম্মদ সাঈদ, সিলেট বিভাগের রিড প্রকল্পের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ এফআইভিডিবি ও ‘রিড’ প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।