সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জ বাহুবল উপজেলার চালিতাতলা নোয়াগাঁও গ্রামে ১৩ বছরের এক স্কুল পড়োয়া কিশোরী ধর্ষণের শিখার হয়েছে একই গ্রামের লম্পট আব্দুল ছাত্তার ওরপে ছতন (৫০) নামের এক ব্যক্তির হাতে। তাকে আটক করে কাল রাতেই ৬০ হাজার টাকা রফাদফা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানাযায়, রবিবার রাত অনুমান সাড়ে ৯ টার দিকে ধর্ষক ছতন আব্দুল আহাদের বাড়ীতে গিয়ে নির্জন পরিবেশে বসত ঘরে প্রবেশ করে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে। এসময় আব্দুল আহাদ দেখে ফেলেন। সাথে সাথে তাকে বাড়ীর লোকজন আটক করে উত্তম মধ্যম দিতে থাকে।খবর পেয়ে আসে-পাশের লোকজন বাড়ীতে জড়ো হতে থাকেন। এসময় একই গ্রামের মুরব্বী হিরা মিয়া, কুদ্দুছ মিয়াসহ শতাধিক মানুষের উপস্থিতিতে তাকে ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করে কুদ্দুছ মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ টাকা আজ সোমবার মুরব্বীদের নিয়ে পরিশোধ করার কথা রয়েছে।