সিলেট পোস্ট রিপোর্ট :নর্থইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ বলেছেন, যুগে যুগে নাস্তিক-মুরতাদেরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আজ ও তাদের উত্তরসূরীরা সময়ে সুযোগে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যার বাস্তবতা হচ্ছে লতিফ সিদ্দিকী ও গফফার চৌধুরীর মতো মুরতাদেরা। এদের বিরুদ্ধে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলন করে যেতে হবে। তিনি গত সোমবার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্্রাস্ট উত্তর বাগবাড়িস্থ নিউ ন্যাশন স্কুল এন্ড কলেজ শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট মহানগর তালামীযের সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও অত্র শাখার পরিচালক খলিলুর রহমান সুমনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউ ন্যাশন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ চৌধুরী রাহিন, শামীমাবাদ জামে মসজিদের ইমাম মাও. নুমান আহমদ, শামীমাবাদ জামে মসজিদ শাখার প্রধানক্বারী মাও. নিজাম উদ্দিন.রাধানগর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ জামাল।উত্তর বাগবাড়ি শাখার প্রধানক্বারী শেখ রেদওয়ান আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আলিম চৌধুরী, শাহীন মোঃ আজাদ, ক্বারী মোত্তাকিন আলম,ক্বারী মিটুন আহমদ, ক্বারী সিজান উদ্দিন প্রমুখ।
দারুল কিরাতের ঐতিহাসিক বদর দিবস পালিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৭, ২০১৫ | ৩:৪০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »