সিলেটপোস্টরিপোর্ট:ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেকের বিরুদ্ধে কর্মচারীদের বকেয়া বেতনের ২৮ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার মোট ২৮৭ জন কর্মচারীর কাছ থেকে ১০ হাজার টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে বলে বেশ কয়েকজন কর্মচারী অভিযোগ করেছেন।অভিযোগে গেছে, ২০০৯ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মচারী নিয়োগে দুর্নীতির কারণে জটিলতা দেখা দেয়। এ বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। মামলার রায়ের পর চতুর্থ শ্রেণীর ৩৩৭ জন কর্মচারীর মধ্যে ২৮৭জনকে সরকারিভাবে নিয়োগ দেয়া সংক্রান্ত রায় হয়। কিন্তু নিয়োগের তারিখ থেকে চারমাসের টাকা বকেয়া থেকে যায়। গতকাল মঙ্গলবার তাদের বকেয়া টাকাগুলো বেতন হিসেবে প্রতিজনকে ২৩ হাজার ১৫০ টাকা করে দেওয়া হয়। ওই টাকা থেকে প্রতিজনের কাছে থেকে ১০হাজার টাকা করে মোট ২৮ লাখ ৭০ হাজার টাকা কেটে নেয় ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক।চতুর্থশ্রেণীর কর্মচারী (ওয়ার্ড বয়) লিটন, আবুল হাশেম, তনু সাংবাদিকদের জানান, সরকারিভাবে যে টাকা পাওয়ার কথা তা থেকে ১০ হাজার টাকা করে কেটে নিচ্ছেন সভাপতি আব্দুল খালেক। আর ওয়ার্ড বয় রমিজ উদ্দিন সাংবাদিকদের জানান, ‘দুর্নীতির কারণে লোক নিয়োগের বিষয়টি বাতিল বন্ধ ছিল। পরে মামলা করে উচ্চ আদালতের মাধ্যমে তাদের নিয়োগ বৈধ করা হয়। আর ওই মামলা চালানোর জন্য যে টাকা-পয়সা খচর হয়েছে, তার জন্য টাকা কেটে নেওয়া হয়েছে।এ ব্যাপারে কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকার বাইরে আছি। আর কে কি বলছে এগুলোতে কান দিয়ে লাভ নেই্। আমি ওগুলোর সাথে জড়িত নই।
ঢামেক হাসপাতালের কর্মচারীদের ২৮ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৮, ২০১৫ | ৩:৪৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »