সিলেটপোস্টরিপোর্ট:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় তার জামিনের বিষয়ে কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ।আদালত বলেছে, মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ বুধবার এই বিএনপি নেতার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের দেয়া জামিন থাকবে কি না, এ বিষয়ে ৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল।ওইদিন আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়ে ৮ জুলাই জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করে।এর মধ্যে মেডিকেল বোর্ডকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল।
মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আদেশ হয়নি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৮, ২০১৫ | ৩:৫৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »